বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল, ১৪৪৫ | ১১:৩১ অপরাহ্ন
বুধবার, ০৯ ডিসেম্বর ২০২০ ০৯:৩৪ অপরাহ্ন Zoom In Zoom Out

শাহজালাল বিমানবন্দরে ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার

বিজনেস স্টার ডেস্ক
img

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে পাইলিংয়ের কাজ করার সময় মাটির নিচ থেকে ২৫০ কেজি ওজনের একটি বোমা পাওয়া গেছে। বোমাটি মুক্তিযুদ্ধের সময় নিক্ষেপ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, আইএসপআির জানিয়েছে, বুধবার, ৯ ডিসেম্বর সকালে বোমাটির সন্ধান পাওয়া যায়।

খবর পেয়ে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করে। পরবর্তীতে নিরাপদ স্থানে বোমাটি ধ্বংস করার জন্য বিমান বাহিনীর পাহাড়কাঞ্চনপুর ঘাঁটির রসুলপুর ফায়ারিং রেঞ্জে নিয়ে যাওয়া হয়। বোমাটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

 

Facebook Comment

Your Comment

আরো খবর