শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৯ জিলকদ, ১৪৪৫ | ০৩:৩৫ অপরাহ্ন
মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০ ১০:০১ পূর্বাহ্ন Zoom In Zoom Out

বাণিজ্য মেলা হবে পুর্বাচলে, শুরু হতে পারে মার্চ মাসে

নিজস্ব প্রতিবেদক
img

এবারের বাণিজ্য মেলা হতে পারে পুর্বাচলে আগামী মার্চে। এরকম পদক্ষেপ নিয়ে কাজ করছে বাণিজ্য মন্ত্রনালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো। রাজধানীর অদূরে পূর্বাচলে নবনির্মিত বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজন করার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বাণিজ্য মেলা। সব কিছু ঠিক থাকলে তা আগামী ১৭ মার্চ শুরু হতে পারে। গত রোববার ইপিবির বোর্ড সভায় পূর্বাচলে ২৬তম ডিআইটিএফ করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ৩০ থেকে ৬০ দিন পর্যন্ত মেলা হতে পারে। অবশ্য পবিত্র রমজান মাসের কারণে মেলার সময়সীমা কমও হতে পারে।

ইপিবির এক কর্মকর্তা জানান, এবারের বাণিজ্য মেলা করোনার কারনে আগের জায়গায় নির্দিষ্ট সময়ে হচ্ছে না। তা হতে পারে পূর্বাচলে ১৭ মার্চ থেকে। ইপিবির কর্মকর্তারা জানান, পূর্বাচলে ২০ একর জমির ওপর বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের নির্মাণকাজ শেষ। চলতি মাসেই ইপিবি এই আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্র বুঝে নেবে। সেখানে ৯ বর্গফুট আয়তনের ৮০০টি স্টল রয়েছে। ফলে শেরেবাংলা নগরের মতো বিপুলসংখ্যক প্রতিষ্ঠান মেলায় অংশ নেওয়ার সুযোগ পাবে না। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৫০ শতাংশ কমতে পারে। এমনকি পূর্বাচলে কয়েক তলাবিশিষ্ট দৃষ্টিনন্দন প্যাভিলিয়নও দেখা যাবে না। আগের মত পূর্বাচলে আয়োজিত ডিআইটিএফেও টিকিট কেটে দর্শনার্থীদের মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে হবে। তবে ভিড় এড়াতে অনলাইনে টিকেট কাটার সুবিধা থাকবে বলে আয়োজকরা জানান।

 

Facebook Comment

Your Comment

আরো খবর