শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১, ২৫ রজব, ১৪৪৬ | ১০:৩৯ অপরাহ্ন
সোমবার, ১০ মে ২০২১ ০৩:৩৪ অপরাহ্ন Zoom In Zoom Out

চীনের ৫ লাখ টিকা আসছে ১২ মে

বিজনেস স্টার ডেস্ক
img

চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা আগামী ১২ মে ঢাকায় এসে পৌঁছাবে বলে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং। আজ সোমবার কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডি-ক্যাবের সঙ্গে এক অনলাইন ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, জি টু জি কিংবা বাণিজ্যিকভাবে চীন বাংলাদেশে টিকা দিতে প্রস্তুত। তবে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিতে দেরি করায় চীনের টিকা কেনার সিরিয়ালের পেছনে পড়েছে। ফলে এখন দ্রুত টিকা পেতে একটু অপেক্ষা করতে হবে। চীনের রাষ্ট্রদূত আরও বলেন, চীন ২০০ মিলিয়ন টিকা বিশ্বের ৮০ দেশে বিতরণ করেছে। এতেই প্রমাণিত হয় বিশ্বে টিকা প্রদানে চীন নেতৃত্ব দিচ্ছে। সম্প্রতি সিনোফার্মের তৈরি ভ্যাকসিনটিকে অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশও টিকা সংগ্রহে তৎপর রয়েছে।

 

Facebook Comment

Your Comment

আরো খবর