শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল, ১৪৪৫ | ০১:৩৭ পূর্বাহ্ন
শনিবার, ১০ অক্টোবর ২০২০ ১১:৫০ পূর্বাহ্ন Zoom In Zoom Out

ভিভো ভি২০ সেলফি এক্সপার্ট

বিজনেস স্টার ডেস্ক
img

সেলফি এক্সপার্ট হিসেবে বাজারে নতুন স্মার্টফোন নিয়ে আসছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। স্মার্টফোনটির মডেল ভিভো ভি২০। এতে ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যুক্ত করা হয়েছে। এর আগে বাজারে সবচেয়ে বেশি ছিল ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার স্মার্টফোন। সম্প্রতি নতুন এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি আনার ঘোষণা দেয় ভিভো, বাংলাদেশ। আগামী ৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ভিভো ভি২০ এর মোড়ক উন্মোচন করা হবে।  

৪৪ মেগাপিক্সেলের এই সেলফি ক্যামেরায় ভিভো যুক্ত করেছে ‘আই অটো–ফোকাস’  প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে সেলফি তোলার সময় ক্যামেরা নিজেই বিষয়বস্তুকে বাছাই করে নেবে। এমনকি চলমান অবস্থায়ও স্থির ও পরিষ্কার সেলফি তুলতে সাহায্য করবে এই ‘আই অটো–ফোকাস’ প্রযুক্তি। তাই হাঁটতে হাঁটতে বা চলমান যানবাহনেও পরিষ্কার সেলফি তোলা এখন আরও সহজ হবে। এ ছাড়া ভিভো ভি২০তে থাকবে ৬৪ মেগাপিক্সেলের নাইট রিয়ার ক্যামেরাও। মোবাইল ফোনে সেলফি তোলা এখন নতুন ট্রেন্ড। গ্রাহকদের মনোযোগের কেন্দ্রে এসব মোবাইল।

 

Facebook Comment

Your Comment

আরো খবর