শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৯ জিলকদ, ১৪৪৫ | ০৬:০১ অপরাহ্ন
মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০ ০৯:৪২ পূর্বাহ্ন Zoom In Zoom Out

প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের উদ্যোগ

রেমিট্যান্স ও ব্যবসা-উদ্যোগে অবদানের সম্মানা পাচ্ছেন ৩৮ প্রবাসী

বিজনেস স্টার ডেস্ক
img

রেমিট্যান্স পাঠানো ও ব্যবসা-উদ্যোগে অসামান্য অবদানের জন্য বিশেষ স্বীকৃতি পাচ্ছেন ৩৮ জন প্রবাসী। তাদেরকে সিআইপি-এনআরবি মর্যাদা দেয়া হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের এ সম্মানা দেয়া হবে। প্রতিবছর মোট তিনটি ক্যাটাগরিতে এই সম্মাননা প্রদান করা হয়। ক্যাটাগরিগুলো হলো: বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশি, বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি এবং বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি।

সিআইপি-এনআরবি সম্মাননা-২০১৮ এ বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী ক্যাটাগরিতে একজন, বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ৩০ জন, বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে সাতজনসহ সর্বমোট ৩৮ জন এই মর্যাদায় ভূষিত হয়েছেন। আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০ উদযাপন অনুষ্ঠানে নির্বাচিত সিআইপিদের মাঝে সম্মাননা ও সিআইপি কার্ড প্রদান করা হবে। নির্বাচিত সিআইপিরা সিআইপি নির্বাচন নীতিমালা অনুযায়ী সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এর মধ্যে রয়েছে সরকারি অনুষ্ঠানে নিমন্ত্রণ, বিমানবন্দরে বিশেষ সুবিধাসহ আরও সুযোগ সুবিধা।

Facebook Comment

Your Comment

আরো খবর